Darjeeling weather now

  1. Darjeeling Weather Report Get To Know About Weather Forecast Of Darjeeling District Today From West Bengal 13 June
  2. Darjeeling Weather Report Get To Know About Weather Forecast Of Darjeeling District Today From West Bengal 29 May


Download: Darjeeling weather now
Size: 24.73 MB

Darjeeling Weather Report Get To Know About Weather Forecast Of Darjeeling District Today From West Bengal 13 June

দার্জিলিং : উত্তরবঙ্গ দিয়ে প্রবেশ করেছে বর্ষা। তার জেরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে। ১৬ই জুন পর্যন্ত চলবে এমন আবহাওয়া ।মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আগামী শুক্রবার পর্যন্ত কোথাও হালকা মাঝারি বৃষ্টি কোথাও ভারী বৃষ্টি কোথাও বা অতি ভারী বৃষ্টির সতর্কতা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে। বৃষ্টিপাত: 52% আর্দ্রতা: 86% বাতাস: 6 কিমি/ঘন্টা আজ শৈ লশহরের আবহাওয়া কেমন

Darjeeling Weather Report Get To Know About Weather Forecast Of Darjeeling District Today From West Bengal 29 May

দার্জিলিং : আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে সিকিম থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েই গিয়েছে। তাই বাংলায় আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কিছুদিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং , জলপাইগুড়ি , কালিম্পং , আলিপুরদুয়ার , কোচবিহার , উত্তর দিনাজপুর , দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তীব্র গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টিপাত: 1% আর্দ্রতা: 84% বাতাস: 3 কিমি/ঘন্টা আজ শৈ লশহরের আবহাওয়া কেমন হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতায় সারা দিন আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। সোমবারও আবহাওয়া প্রায়ই একই রকম থাকার সম্ভাবনা। তাপমাত্রা বৃদ্ধি পাবে মঙ্গলবার থেকে। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস।