India বনাম australia

  1. wtc final 2023: score live updates india vs australia day 4 live telecast match summary and highlights
  2. Australia 469 all out in WTC final v India
  3. India vs AUS ODI Live: ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ম্যাচ লাইভ দেখুন মোবাইল থেকে
  4. IND Vs AUS WTC Final 5th Day: 'বল কোন দিকে যাচ্ছে আমরাই সেটা জানি না', ভারতের ওপর মনস্তাত্ত্বিক চাপ অজি তারকার
  5. WTC Final 2023, IND vs AUS: ওভালে দুরন্ত শুরু ভারতের, সিরাজ
  6. ভারতকে ধুয়েমুছে দিয়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া! বিপর্যয়ের ভরাডুবিতে মুখ পুড়ল রোহিতদের Sports: WTC final 2023 IND vs AUS: Australia crowned champion after beating India by 209 runs


Download: India বনাম australia
Size: 46.36 MB

wtc final 2023: score live updates india vs australia day 4 live telecast match summary and highlights

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final 2023) তৃতীয় দিনের শেষে ম্যাচের রাশ সম্পূর্ণ অস্ট্রেলিয়ার (Australian Cricket Team) হাতে। দ্বিতীয় ইনিংসে চার উইকেটের বিনিময়ে ১২৩ রান তুলে দিন শেষ করল অজিরা। দিনের শেষে আপাতত ২৯৬ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। রবীন্দ্র জাডেজা দুই শতরানকারী ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথকে ফিরিয়ে ভারতকে কিছুটা লড়াইয়ে টিকিয়ে রাখলেও, ইতিমধ্যেই অনেকটা পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। দিনের শেষে ক্যামেরন গ্রিন ৭ ও মার্নাস লাবুশেন ৪১ রানে অপরাজিত রয়েছেন। রাহানে-শার্দুলের লড়াই ভারতীয় দল দিনের শুরুটা একেবারেই ভাল করতে পারেনি। গতকাল শেষবেলায় দুরন্ত ছন্দে ব্যাট করা রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ৪৮ রানে আউট হয়েছিলেন। আজকে দিনের শুরুতেই মাত্র ব্যক্তিগত পাঁচ রানে সাজঘরে ফেরেন ভারতের কিপার-ব্যাটার কেএস ভরত। ম্যাচের আগে তিনি না ঈশান কিষাণ, কিপার হিসাবে কাকে খেলানো উচিত সেই নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। ভারতীয় দল অভিজ্ঞ ভরতকেই বেছে নেয়। কিপিংটা ভাল করলেও ব্যাট হাতে কিন্তু তিনি অজিঙ্ক রাহানেকে (Ajinkya Rahane) সঙ্গ দিতে সম্পূর্ণ ব্যর্থ। মাত্র ১৫২ রানে ছয় উইকেট হারিয়ে নিশ্চিত ফলোঅনের দিকে এগচ্ছিল ভারত। কিন্তু অজিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান রাহানে। তাঁকে যোগ্য সঙ্গ দেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। এর আগেও ইংল্যান্ডে শার্দুল নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তাঁকে নিয়েই লড়াই চালাচ্ছেন রাহানে। দুই ব্যাটার ঘাতক দেখানো অজি আক্রমণের বিরুদ্ধে শুধু ক্রিজে টিকে থাকা নয়, বরং সুযোগ পেলেই রান করার জন্য চেষ্টা করেছেন। দুই ব্যাটারের আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ান বোলাররাও চাপে পড়ে যায়, ভারতের স্কোরবোর্ডও দ্রুত গতিতে এগোয়। প্রথম সেশনে এক উইকেটের বিনিময়ে ১০৯ রান তোলে ভারত। সেশন শেষ করে ২৬০...

Australia 469 all out in WTC final v India

LONDON, June 8 (Reuters) - Australia were all out for 469 in their first innings on day two of the World Test Championship (WTC) final against India at The Oval on Thursday. Travis Head (163) and Steve Smith (121) forged a 285-run partnership to provide the bedrock of the Australia innings after being put into bat. Mohammed Siraj (4-108) was the pick of the Indian bowlers, while Mohammed Shami and Shardul Thakur claimed two wickets apiece for the 2021 runners-up.

India vs AUS ODI Live: ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ম্যাচ লাইভ দেখুন মোবাইল থেকে

India vs Australia ODI Live: টেস্ট সিরিজ জয়লাভের পর আজ একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুপুর ১:৩০ থেকে এই ম্যাচ শুরু হবে। এই সিরিজে মোট তিনটি ওডিআই ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই চোটের কারণে ছিটকে গেছে শ্রেয়াস আইয়ার। আবার রোহিত শর্মা না খেলায়, আজ ভারতের হয়ে অধিনায়কত্ব সামলাবেন হার্দিক পান্ডিয়া। অন্যদিকে স্টিভ স্মিথের অধীনে অস্ট্রেলিয়া এই ম্যাচ খেলতে নামবে। ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই ম্যাচ অনলাইন লাইভ দেখুন (India vs Australia ODI Live Streaming Online) ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ৫০ ওভারের ওডিআই বা একদিনের ম্যাচ মোবাইলে লাইভ দেখা যাবে Disney+ Hotstar অ্যাপ থেকে। জনপ্রিয় অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মের জন্য উপলব্ধ। এছাড়া টিভিতে এই ম্যাচ Star Sports নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল ও DD Sports থেকে দেখা যাবে। অন্যদিকে বাংলাদেশে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচ দেখানোর স্বত্ব রয়েছে Sony Pictures নেটওয়ার্ক ও T Sports এর কাছে। সম্ভাব্য ভারতীয় একাদশ : শুভমান গিল, ইশান কিষান, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল/কুলদিপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক সম্ভাব্য অস্ট্রেলিয়া একাদশ : ট্রেভিস হেড, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্নাস লাবুসচানে, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরান গ্রিন, অ‌্যালেক্স ক্যারি, মার্কোস স্টয়নিস/মিচেল মার্শ, শন অ্যাবোট, অ্যাডাম জাম্পা ও মিচেল স্টার্ক

IND Vs AUS WTC Final 5th Day: 'বল কোন দিকে যাচ্ছে আমরাই সেটা জানি না', ভারতের ওপর মনস্তাত্ত্বিক চাপ অজি তারকার

লন্ডনে ওভালের পিচ যেন ক্রমেই 'ভালো' হচ্ছে। অন্তত বাইরে থেকে দেখে তেমনটাই মনে হচ্ছে। যদিও তৃতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার রানের গতি প্রথম ইনিংসের থেকে কম ছিল। এদিকে ভারত চতুর্থ দিনের শেষে ৪.১ রান প্রতি ওভার হারে রান করে চলেছে। উইকেট ধরে রেখে এই গতিতে রান করতে থাকলে ভারত জিতেই যাবে। তবে এরই মাঝে কোহলিদের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির খেলায় নামলেন অজি তারকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শেষদিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ২৮০ রান। অপরদিকে অস্ট্রেলিয়ার প্রয়োজন ৭ উইকেট। ভারত তিন উইকেট হারালেও পিচ 'তেমন কিছু করছে না'। যদিও খানিকটা ভিন্ন মত ক্যামেরন গ্রিনের। পিচ নিয়ে ক্যামেরন গ্রিনের মত, 'আমাদের মনে হয় যে পিচে এখনও বোলারদের জন্য যথেষ্ট সাহায্য রয়েছে। আমরা সিমের ওপর বল করতে পারি। বল নিজে থেকেই কিছু না কিছু করবে। আমরা তো নিজেরই জানি না যে বল কোন দিকে যাচ্ছে। ব্যটাররাও জানেন না যে বল কোন দিকে কাটবে।' উল্লেখ্য, এই ম্যাচে ব্যাট হাতে সেভাবে দাগ কাটতে না পারলেও বল হাতে ভারতের প্রথম ইনিংসে দু'টি উইকেট নিয়েছিলেন গ্রিন। ফিরিয়েছিলেন পূজারা এবং ঠাকুরকে। এই আবহে গ্রিনের বক্তব্য, 'আমরা ম্যাচের আগে সুইং নিয়ে অনেক আলোচনা করেছিলাম। আমি সোজা সিমে তাই বল করিনি। আমার বেশিরভাগ বলই এলোমেলো সিমে করা।' এদিকে শুভমন গিলকে ফেরাতে গ্রিনের ক্যাচ নিয়ে বিতর্কের অন্ত নেই। তবে ভারতের প্রথম ইনিংসে রাহানেকে ফেরানো ক্যাচ নিয়ে কোনও বিতর্ক নেই। এই আবহে তাঁর ক্যাচিং নিয়ে প্রশ্ন করা হলে গ্রিন বলেন, 'ছোট থেকেই নিজের ফিল্ডিংয়ের ওপর নজর দিয়েছি। আমি শুরু থেকেই প্রথম বা দ্বিতীয় স্লিপে ফিল্ডিং করেছি। তাই আমার নিজের ওপর আত্মবিশ্বাস রয়েছে। আমি জানি যে আমি ভালো ক্যাচ ধরতে পারি। প্রথম দিন একটা ক্যাচ মিস করেছিলাম। সেটার দাম চুকিয়ে দ...

WTC Final 2023, IND vs AUS: ওভালে দুরন্ত শুরু ভারতের, সিরাজ

WTC Final 2023, IND vs AUS: ওভালে দুরন্ত শুরু ভারতের, সিরাজ-শার্দুল-শামিদের দাপটে চাপে অস্ট্রেলিয়া জুটিতে ৬৯ রান যোগ করার পর দ্বিতীয় উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। বল হাতে ফের একবার ত্রাতার ভূমিকায় লর্ড শার্দুল। ব্যক্তিগত ৪৩ রান করে শার্দুল ঠাকুরের বলে পুল মারতে গিয়ে কেএস ভরতের হাতে ক্যাচ আউট হন ওয়ার্নার।

ভারতকে ধুয়েমুছে দিয়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া! বিপর্যয়ের ভরাডুবিতে মুখ পুড়ল রোহিতদের Sports: WTC final 2023 IND vs AUS: Australia crowned champion after beating India by 209 runs

অস্ট্রেলিয়া: ৪৬৯/১০, ২৭০/৮ ভারত: ২৯৬/১০, ২৩৪/১০ আইসিসি ট্রফি খরা কাটল না ভারতের। ২০১৩-য় শেষবার মহেন্দ্র সিং ধোনির হাত ধরে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। তারপর বারবার আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনালের গেরোয় আটকে গিয়েছে ভারতের ভাগ্য। ওভালেও সেই ভাগ্য বদলাল না। অস্ট্রেলিয়ার কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করে বসল টিম ইন্ডিয়া। সানডে ব্লকবাস্টার হওয়ার আশা জাগিয়েছিলেন বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে। দ্বিতীয় ইনিংসে ভারতীয় টপ অর্ডার আরও একবার বিপর্যয়ের মুখে পড়ার পর কোহলি-রাহানে হাফসেঞ্চুরি পার্টনারশিপে ভারতকে আশা জাগিয়েছিলেন। অসম্ভব লক্ষ্য পূরণের লক্ষ্যে নেমেছিল টিম ইন্ডিয়া। তবে পঞ্চম দিন সেই উত্তেজনায় জল ঢেলে দিয়ে ভারতের ব্যাটিং ধুয়ে গেল মাত্র দেড় ঘন্টায়। প্ৰথম সেশনেই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্ৰথমবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নেমেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল প্যাট কামিন্সের অজি ব্রিগেড। ২০৯ রানে ভারতকে হারাল অজিরা। আর ভারত টানা দুটো ফাইনালে উঠেও হোঁচট খেল ফাইনালে। প্ৰথমবার নিউজিল্যান্ডের কাছে। দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার কাছে সাফ রোহিতরা। দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাকফুটে চলে গিয়েছিল শুভমান গিলের বিতর্কিত আউট সমেত রোহিত-পূজারার খারাপ শটে ‘আত্মহত্যা’ করে বসায়। ভারত চতুর্থ দিনেই ৯৩/৩ হয়ে যাওয়ার পরে অস্ট্রেলিয়ায় জয় ছিল হাতের মুঠোতেই। পঞ্চম দিন অস্ট্রেলিয়ার এবং জয়ের মধ্যে একাই দাঁড়িয়েছিলেন কোহলি। শেষদিন জয়ের জন্য ভারতের দরকার ছিল ২৮০ রান। আরও পড়ুন: তবে দিনের শুরুতেই কোহলি-রাহানে আউট হয়ে যাওয়ার পর ভারতের বাকি ব্যাটিং ধসে পড়ে সহজেই। রবীন্দ্র জাদেজা এবং শার্দূল ঠাকুর কার্যত কোনও প্রতিরোধই করতে পারেননি। দুজনেই শূন্য রানে আউট হয়ে যান। নাথান লিয়ন রাউন্ড দ্য উইকেট থেকে বল করে ধসিয়...