।। ইংলিশ গান bangladesh

  1. 12+ Spoken English Tips: স্পোকেন ইংলিশ কিভাবে শিখব ?
  2. ইংলিশে কথা বলা শেখার জন্য ৩৩০ টি গুরুত্বপূর্ণ ইংলিশ শব্দ
  3. আমার প্রিয় গান ২
  4. তুমুল জনপ্রিয় এবং বিখ্যাত কিছু ইংলিশ রোমান্টিক গানের লিংক: ভ্যালেনটাইনস্ ডে স্পেশাল (১৮+)
  5. বাংলা গানের লিরিক্স । Bangla Song Lyrics


Download: ।। ইংলিশ গান bangladesh
Size: 72.10 MB

12+ Spoken English Tips: স্পোকেন ইংলিশ কিভাবে শিখব ?

স্পোকেন ইংলিশ কিভাবে শিখব ? স্পোকেন ইংলিশ শেখার নিয়ম ও উপায় গুলো কি কি ? আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা স্পোকেন ইংলিশ শেখার বিভিন্ন উপায় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। সেরা ১২টি স্পোকেন ইংলিশ শেখার টিপস। এখনকার যুগে ইংরেজিতে কথা বলতে পারাটা বহু মানুষের কাছেই বেশ একটা জরুরি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কাজের প্রয়োজনে হোক কিংবা নিত্যদিনের কথোপকথন চালিয়ে যাওয়ার জন্যেই হোক না কেন, ইংলিশ ভাষাতে স্পষ্টভাবে কথা বলাটা আমরা সবাই-ই কোনো না কোনো সময়ে রপ্ত করতে চাই। আর, এই টেকনোলজির যুগে ইংরেজি শেখা ও বলতে পারার জন্যে লার্নিং প্ল্যাটফর্মগুলোও যথেষ্ট সাহায্য করে থাকে। তাই, আপনিও যদি ঝটপটভাবে স্পোকেন ইংলিশ শিখে ফেলতে চান, তাহলে চোখ রাখতে পারেন আমাদের এই আর্টিকেলে। • • আমাদের আজকের এই আর্টিকেল থেকে আমরা জেনে নেবো যে, সহজে স্পোকেন ইংলিশ কিভাবে শিখতে পারবেন ? স্পোকেন ইংলিশ কিভাবে শিখব ? নিয়ম এবং উপায় এখানে আমরা এমন কিছু সেরা উপায় এবং টিপস গুলো নিয়ে আলোচনা করতে চলেছি, যেখান থেকে শুরু করলে আপনার স্পোকেন ইংলিশ শেখার পথটা অনেকটাই সহজ হয়ে দাঁড়াবে। চলুন তাহলে দেরী না করে জেনে নেওয়া যাক, স্পোকেন ইংলিশ শেখার বেস্ট উপায়গুলো সম্পর্কে। ১. পার্সোনাল টিউটরের সহায়তা নিন: স্পোকেন ইংলিশ শেখার অর্থই হল, না থেমে ঝরঝর করে ইংরেজি ভাষাতে কথা বলার ও মনের ভাব প্রকাশ করার ক্ষমতা অর্জন করা। তা আপনি বিশ্বাস করুন বা না-ই করুন, দ্রুত ইংরেজি বলতে পারার ক্ষমতা অর্জন করতে চাইলে একজন পার্সোনাল টিউটরের সাহায্য নেওয়াটা একান্তই আবশ্যক। একজন ভালো ইংরেজি প্রশিক্ষক আপনার ইংলিশ বলার জার্নিটাকে অনেকটাই সহজ করে দিতে পারেন। প্রশিক্ষক আপনাকে নতুন-নতুন ইংরেজি শব্দ শেখানোর পাশাপাশি, আপনার জীবনের সঙ্গে প্রাসঙ্গিক ইংরেজি কথোপকথন শিখ...

ইংলিশে কথা বলা শেখার জন্য ৩৩০ টি গুরুত্বপূর্ণ ইংলিশ শব্দ

আমরা অনেকেই জানি না, আসলে কতগুলো ইংরেজি ভোকাবুলারি বা শব্দার্থ জানতে ভালো মত বুঝতে পারবো। তাছাড়া অনেকেই ইংরেজি পড়তে জানি কিন্তু যথেষ্ট শব্দার্থ জানা না থাকায় অনেক সময় অর্থ বা অনুবাদ করা কষ্টকর হয়ে দাঁড়ায়। যারা ইংরেজিতে দুর্বল কিংবা দ্রুত অনর্গল ইংরেজি বলতে চান, তাদের জন্য ইশিখন নিয়ে এল প্রতিদিন ব্যবহৃত হয় এমন ইংরেজি শব্দগুলো। নিচে ইংরেজি থেকে বাংলা কিংবা বাংলা থেকে ইংরেজি করার জন্য ইশিখন.কম আপনাদের জন্য সর্বমোর্ট ২২66 টি ইংরেজি শব্দ ভান্ডার বা ইংরেজি শব্দার্থ তৈরি করলো যা জানতে আপনি ইংরেজি বলতে, লিখতে কিংবা বুঝতে সমস্যা হবে না। ইংরেজি শেখার সহজ উপায়: ইংরেজি শেখার জন্য আপনাকে অবশ্যই প্রথমত টেন্জ, ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন অব সেনটেন্জ ইত্যাদি গ্রামার আয়ত্ব করতে হবে। আমাদের ইশিখন.কম সাইটে খুব দ্রুত নতুন কোন কিছুর প্রতি মানুষের আগ্রহ সৃষ্টির সেই প্রথম থেকেই। প্রতিনিয়তই প্রাত্যহিক জীবন-যাপনের বাইরে নিজের মত করে আলাদা কিছু করতে চান তারা। শিখতে চায় নতুন কিছু। আবিষ্কার করতে চান নিজের ভেতর আর বাইরের অজানা দিকগুলোকে। তবে কেবল আগ্রহের জায়গা থেকেই নয়, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে কিংবা আর একটু সমৃদ্ধ করতে অনেকেই নিজের মাতৃভাষার পাশাপাশি শিখতে চান নতুন নতুন ভাষা। দেশের বাইরে যেতে চাইলে নতুন ভাষা শেখাটা অত্যন্ত জরুরি। বিশেষ করে ১. খবরের কাগজ পড়া আন্তর্জাতিক খবরের কাগজের কিছু অংশে মাঝে মাঝে নানারকম ভাষার প্রবন্ধ বা গল্প ছাপা হয়। সেগুলো পড়ে দেখুন। সবচাইতে ভালো হয় যদি আপনি সেই ভাষার কোন ম্যাগাজিনের গ্রাহক করে ফেলেন নিজেকে। তাহলে নির্দিষ্ট কিছু দিন পরপর সেই ভাষার নতুন নতুন কিছু শব্দ আর বাক্য কড়া নেড়ে যাবে আপনার দরজায়। আর পুরোপুরি না বুঝতে পারলেও সেই বাক্যগুলোর মোটমুটি একটা অর্থ আপনা...

আমার প্রিয় গান ২

স্কুল বা কলেজ পড়ার সময় কোন একদিন ক্লান্ত হয়ে কলোনীর বাসায় ফিরছি। বাসার কাছে এসে বুঝলাম আমাদের বাসা থেকে একটা গানের সুর ভেসে আসছে। সামান্য সময়ের জন্য হলেও আমার মন থেকে শরীর থেকে যেন সব ক্লানতি চলে গেলো। আমি ইংলিশ গান তখন বেশী শুনিনি। বাসায় এসে বড় বোনের কাছ থেকে শুনলাম কারপেনটার্স হলো এ গানের শিল্পী।জানলাম গানটা হলো জামবালায়া। কারেন নামের এক মহিলা আর তার ভাই রিচার্ডএর এই ব্যান্ডআমার মাথা খারাপ করে দিলো। কি মায়াবী কনঠ এ মহিলার।কি দারুণ পরিমিতিবোধরিচার্ড নামের সুরকার/সংগীত পরিচালকের। তারপর মুগধ হয়ে শুনলাম টপ অফ দ্য ওয়ার্ল্ড আমি আরেক ভক্ত হলাম জন ডেনভারের। ঠিক টিপিকাল কান্ট্রি /ফোক বলা যায় না। পশচিমা জগতের লোক হয়েও আমরা ৩য় বিশ্বে বড় হওয়া মানুষগুলোর বিফ-বেদনার প্রকাশে চলে এসেছেন কতবার। শুধু তার গান শুনেই কলপনা করেছি আমেরকার প্রক্ৃতির। মনটানার বিশাল আকাশ, কলোরাডোর রুক্্ষ পাহাড়, শেনানডোয়া নদী। মানবতার ডাকে বারবার সাড়া দেয়া এই লোক ১৯৯৭ সালে এক প্লেন দূরঘটনায় মারা যান। বয়স বোধ হয় তখন ৫০ তার। তাঁর মারা যাবার খবর শুনে খুব কাছের মানুষ হারানোর ব্যথা পেয়েছিলাম। এ্যানিস সং, কানট্রি রোড টেক মি হোম, থ্যাংক গড আয়ম আ কান্ট্রি বয় ( আরেক ভাল লাগা ব্যন্ড বিটলস। ইয়েসটারডে, লেট ইট িট বি, হেই জুড, ওব্ লাডি ওব লাডা, হেয়ার কামস দ্য সান, হোয়েন আয়ম সিক্সট্ি ফোর - কত অসংখ্য গান যে তাদের ভালো লাগে। লেনন-হ্যারিসনের মত ২ জন কালজয়ী শিল্পী যে ব্যানডে আছে তাঁদের ভালো না লেগে উপায় কি বলুন? বাংলাদেশে খুন জনপ্রিয় না হলেও আমার খব পছনদের শিলপী ডন ম্যাকিলন। ভিনসেন্ট( ভালো লাগে ক্যাট স্টিভেনস। ভীষণ। ফারস্ট কাট ইজ দ্য ডিপেস্ট - কি যে ভালোলাগা েকটাগান। যখন মেইনে থাকতাম লং ড্রাইভে ক্যাসেটে ক্যাটস্ স্টিভেন্স ছাড়া কেমন অ...

তুমুল জনপ্রিয় এবং বিখ্যাত কিছু ইংলিশ রোমান্টিক গানের লিংক: ভ্যালেনটাইনস্ ডে স্পেশাল (১৮+)

© এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের। তাই লেখকের অনুমতি ব্যতীত অন্য কোন প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়াতে ব্যবহার না করার অনুরোধ রইল... shapnobilash_cu তোমাকে দেখার মতো চোখ নেই- তবু, গভীর বিস্ময়ে আমি টের পাই- তুমি আজো এই পৃথিবীতে র'য়ে গেছো কোথাও সান্ত্বনা নেই, পৃথিবীতে আজ; বহুদিন থেকে শান্তি নেই... facebook.com/shapnobilash তুমুল জনপ্রিয় এবং বিখ্যাত কিছু ইংলিশ রোমান্টিক গানের লিংক: ভ্যালেনটাইনস্ ডে স্পেশাল (১৮+) ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২২ সামনেই ভ্যালেনটাইন'স ডে। পাশ্চাত্য দেশেরও মত আমাদের দেশেও এখন বেশ ঘটা করেই প্রেমিক-প্রেমিকারা এই দিনটি পালন করে। যদিও আমার মনে হয় প্রতিটি দিনই হতে পারে ভালোবাসার দিন, তবু যান্ত্রিক জীবনের ব্যস্ততায় ভালোবাসার এই দিনটি অনেকের কাছেই বিশেষ গুরুত্ব বহন করে। নিচে আমি আমার পছন্দের কিছু রোমান্টিক গান ডাউনলোড লিংকসহ শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। যদি সাড়া পাই, তাহলে বাংলা এবং হিন্দি গানেরও একটি লিস্ট দেয়ার ইচ্ছা আছে। 1. MY HEART WILL GO ON: 2. ANNIE'S SONG 3. Someday 4. I Just wann spend my life with you 5. I WILL ALWAYS LOVE YOU 6. Wonderful Tonight 7. AMAZED 8. All I want is you 9. Blue Night 10. Take me to your heart 11. I just wanna be with u বি. দ্র: এই পোস্টটি ১৮+ ট্যাগিং করার কারণ হলো, প্রেমিক-প্রেমিকাদের উদ্দেশ্যেই আমার এই পোস্ট। সুতরাং শিশুদের এই গান শোনার দরকার নাই। কারণ, প্রেমে ছ্যাকা খাবার ঝুকি থাকে, যা শিশু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সবাইকে ভ্যালেনটাইন'স ডে'র আগাম শুভ্চ্ছো।

বাংলা গানের লিরিক্স । Bangla Song Lyrics

বলনা কেন তুমি বহুদূর, কেন আমি একা হৃদয়ে ভাঙচুর জানো না তুমি হীনা এ আমার, স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর।। দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি, আড়ালে আড়ালে, কোথায় হারালে ফিরে তুমি আর আসবেনা বুঝি। কত রাত কেটে গেছে আধারে , নেইতো ভোরের দেখা বোঝাবো কিভাবে? কত ঘুম মিশে গেছে অজানায় জানে শুধু দু‘চোখ ভুল সে স্বভাবে। দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি, আড়ালে আড়ালে, কোথায় হারালে ফিরে তুমি আর আসবেনা বুঝি। তবু আমি তোমার অপেক্ষায় দেখবো নতুন দিনের আলো। বেঁচে থাকার আশ্রয় তুমি তোমাকেই শুধু বাসি ভালো। দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি, আড়ালে আড়ালে, কোথায় হারালে ফিরে তুমি আর আসবেনা বুঝি। বলনা কেন তুমি বহুদূর, কেন আমি একা হৃদয়ে ভাঙচুর জানো না তুমি হীনা এ আমার, স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর। আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দাইয়া পাও কি সুখ ।। তুমি কার পোষা পাখি , কাজল বরন আঁখি, রক্ত জবার মত তোমার মুখ। প্রথম জীবনের কালে যেদিন তোমায় দেখেছি, এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি।। জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি, বানতাম না আর তোর আশায় বুক। আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যায় ফাঁক পেলে পলাইয়া যাবে জঙ্গলের কোন অজানায়।। জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি, দেখতাম না আর তোর মায়া মুখ। আজিজুল দেওয়ান ভেবে বলে ওরে আমার মন ভোলা দিন থাকিতে গেল বেলা একবার ফিরে না চাইলা।। তুমি ছেড়ে দাও এই রঙ এর খেলা, ডুবে যায় যে তোমার বেলা তোমার আশায় পাইলাম না ঐ সুখ আমারে কান্দাইয়া পাও কি সুখ ।। একলা জীবন কাটছে একা সাড়ি সাড়ি দুঃখ রেখা নিঃসঙ্গতা আকড়ে ধরে রোজ পাইনা আমি তোমার কোন খোঁজ দরজা বন্ধ ঘরের কোনে গান বেঁধে যাই অভিমানে মাতাল স্মৃতির ...

প্রেম

১। My Heart Will Go On (Celine Dion) এই গান নিয়ে নতুন করে বলার কিছু নেই। জীবনে যে একটা মাত্র ইংলিশ মুভি দেখসে সেও টাইটানিক দেখসে। আর যে ইংলিশ গানের ভক্ত না সেও এই গান শুনছে বা এই মিউজিক এর সাথে পরিচিত। অনেকের মোবাইল এর রিংটোন হিসেবে দেখা যায়। যদিও গানটা তারা কোনোদিন শুনছেন নাকি সন্দেহ !! ২। Please Forgive Me (Bryan Adams) আমার সব চাইতে প্রিয় গান !!! কঠিন আবেগ নিয়ে গাওয়া একটি গান। যাদের জীবনে প্রেম অসফল তাদের জন্য যেন মিলে যাওয়া গান। আগেও এই গান একটি পোস্টে দিসিলাম, তাতেও সবার পছন্দের তালিকাতেই ছিল গানটি। ৩। You Fill Up My Senses (John Denver) John Denver এর গাওয়া অনেক পুরানো অসাধারন ক্লাসিক একটি গান। সফট মিউজিক গানটিকে অন্য মাত্রা দান করেছে। এই গানের বাংলা ভার্সন ও বের হয়েছে। সুমন এর গাওয়া 'তুমি ভরেছ এ মন এক নিঝুম অরন্নে'। ৪। Everything I Do (Bryan Adams) সুরের জাদুকরের আরও একটি কালজয়ী গান। এই গান শুনে ভালো লাগেনি এমন লোক হয়ত পাওয়া যাবেনা। ''Waking Up The Neighbours'' অ্যালবাম এর গান এটি। ৫। As Long As You Love Me (Backstreet Boys) যারা আগে থেকেই ব্যান্ডের গান শুনেন, তাদের কাছে এই গানটি অনেক পরিচিত। তবে গানটার অর্থ করলে বোঝা যায়, যতক্ষণ তুমি আছো, ততক্ষণ পুরোপুরি ভাবে আমিও আছি। ৬। Cradled In Love (Poets Of Fall) গানটার বয়স খুব বেশিদিন হয়নি । মাত্রই ২মাস। তবে শুনে দেখতে পারেন। দারুন একটি গান। :#> :#> ৭। Bailamos (Enrique Iglesias) যদিও পোস্টের হেডিং দিসি ক্লাসিক গান। কিন্তু এইডা ঠিক ক্লাসিক গানের মধ্যে পরে না। একটু রক টাইপ বেশি। তাতে কি !! গান টা আমার খুবই প্রিয় । Bailamos এর কোনো সঠিক অর্থ না থাকলেও গান এ ব্যবহৃত Te quiero,amor lio এর অর্থ হচ্ছে i want you m...